এখন টাকা দিয়ে বাজার করতে হচ্ছে, তাই খুব কষ্ট লাগছে: ছাত্রলীগ নেতা

‘আপা পালাইছেন, কিন্তু আমাদের একা রেখে গেছেন এটা সমস্যা নাই কিন্তু এখন টাকা দিয়ে বাজার করতে হচ্ছে এটাই সবচেয়ে বড় কষ্টের। আমরা এটা বিশ্বাস করতে পারছি না। ভাবলেই চোখের পানি ধরে রাখতে পারি না।’- বলতে বলতেই স্যাটায়ার নিউজের এই বায়বীয় প্রতিবেদকের সামনে কেঁদে ফেললেন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ডের এই ছাত্রলীগ নেতা।
তিনি বলেন, আমার আন্ডারে ছিল লক্ষ্মীবাজারের এই রাস্তা। প্রতিটি দোকান থেকে আগে ১০০ টাকা তুলতাম। বাজার ছিল ফ্রি। কিন্তু আজ আমাকে টাকা দিয়ে বাজার করতে হচ্ছে। ১০০ টাকা চাওয়ার সাহসই পাচ্ছি না। এরচেয়ে বড় কষ্ট আর কি হতে পারে?
প্রতিবেদকের প্রশ্নের জবাবে বলেন, এইটাকা আমি একাই খেতাম না। আমাদের সভাপতি-সেক্রেটারি থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যেত। সবাই ভাগে পেত। তিনি যোগ করেন যে আরো দুইটি খাতে ২০০ টাকা চাঁদা দিতে হতো প্রতিটি দোকানিকে।
তিনি বলেন, এটা আমাদের উপর জুলুম। আমরা ছাত্রলীগ করি। তবুও বাজার করতে টাকা দিচ্ছে হচ্ছে। এটা লজ্জার। এই লজ্জা বাংলাদেশের।
এই নেতা বলেন, ছাত্রজনতা মাঠে নামার পর আমরা মাঠ ছেড়ে দিয়েছিলাম, তবুও কেন আমাদের উপর এত জুলুম?